রসালো বচন

– মনির হোসাইন

⊗⊗⊗⊗

প্রিয় লক্ষ্মীটি পরাণের পরাণ আমারে কেমনে এমন করে দুরে দুরে রাখিয়া তুমি দিব্যি চলছো খাচ্ছো ঘুমাচ্ছো

ওরে আমার জান, কলিজার টুকরা কি বললে, এভাবে বলতে পারলে?

হা, হা, হা এমন রসিয়ে রসিয়ে রসালে আবেশে মন ভুলানো কথার ফুলঝুরি

অন্তরে কি আছে গোপন মুখে মধুর সুর ভুরি ভুরি।

প্রাণের কোণে কি জানি কি বুণে, সুযোগের ক্ষণে দিন শুধু গুনে।

বাহিরে পরিপাটি ভিতরে সদরঘাট, আসল কি তা থাক বা না থাক।

ইনিয়ে বিনিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে চালছে দাপটের সাথে

হাতি ঘোড়া লাই লস্কর কি না আছে স্বপ্ন ঘুমের রাতে।

জানেন তো আমি আবার নিজের ব্যাপারে কিছু বাড়িয়ে বলতে লজ্জা বোধ করি

চাপাবাজি করে বাড়িয়ে বলার অভ্যাস আমার নাই ভাই সরি সরি।

তবে আর যাই বলেন না কেন, আপনারা আমার মনের ধনো।

কিছু করতে পারি না পারি, বাঁশ তো দিতে জানি, সকলে বাঁশঝাড় বুণো।

⊗⊗⊗⊗

কবি পরিচিতি-

মনির হোসাইন

পিতা -শাহ আলম

মাতা- শাহেদা বেগম

সাং- আবির নগর।

থানা,জেলা- সদর লক্ষ্মীপুর ৩৭০০

1 thought on “রসালো বচন – মনির হোসাইন

  1. কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কবিতার পাতা অন লাইন পর্ষদের সম্মানীত পর্ষদকে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*