তিলোত্তমা তিথি

-মো.ফজলুল হক খান কামাল

≈≈≈≈≈≈≈≈≈≈

ডাকলে কথা বলে না

বারবার পেছনে তাকায়,

উঁকি মারতে সুযোগ দেয়

হীরের একটি জানালায়!!

কখনো আসবে না ফিরে

শান্ত পথের রঙিন এলাকায়,

তবে কেন হাঁটতে চায়

সুখের ঐ নীলিমায়?

অবমুক্ত করছে না অরুন্ধতী

স্বর্গের দুটি ডানা,

হয়তো কোনোদিন করবেও না

তবু পেতে চায় সুধা ষোল আনা।

শতবর্ষ পর আসবে ফিরে

অচেনা রূপে এক অতিথি,

থেকো তুমি হাওর ভূমে

বুকে টেনে নিবে অনন্য প্রতীতি।।

একটার পর একটা বৈশিষ্ট্য

প্রকাশ করবে সুদীর্ঘ বারো বছরে!

এ জনমে যতটুকু করেছে ভুল

সবটুকু মুছে দিবে আদরে আদরে।।

≈≈≈≈≈≈≈≈≈≈

সংক্ষিপ্ত পরিচিতি:-

জন্ম: ৩০.০৬.১৯৭০

গ্রাম: চক নগুয়া, পো:+উপজেলা: ফুলপুর

জেলা: ময়মনসিংহ. বাংলাদেশ।

দুই ভাই এবং দুই বোনের মধ্যে দ্বিতীয়। পিতা: মো.নূর নবী খান, মাতা: আয়েশা আক্তার। তিন কন্যা সন্তানের জনক। ছোট

বেলা থেকেই টুকটাক লেখালেখি।

নবজন্মে তুমি এবং সময়ের স্রোতে নামক দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আরও ৩টি

কাব্যগ্রন্থ এবং দুটি গল্পের বই প্রকাশের অপেক্ষায়,,,

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*