সুখের স্বপ্ন

-অসিত ঘোষ

∼∼∼∼∼∼∼∼∼

নদীর পাড়ে ভাঙছে একূল

ফুটছে অপরদিকে ফুল,

প্রতিনিয়ত চলছে এই যে খেলা

প্রকৃতি এই ভাঙ্গাগড়ার বেলা।

প্রেমিক প্রেমিকা গড়ছে আপন মনে

প্রেমের স্বপ্ন দেখে মিলন ধনে,

কখন যে যায় ভেঙে জানেনা তারা

এমনিভাবেই ঘুরছে অচেনা কারা।

কেমন করে উঠছে পাখি

ঘুমিয়ে স্বপ্ন দেখে চাদরে ঢাকি,

হারিয়ে যায় কোনখানে ভাই

সুখের সন্ধানে ভেলা ভাসাই ।

পুকুর পাড়ে খাচ্ছি মোরা

হাজার মানুষের ভিড়ে তোলা,

হারিয়ে যাচ্ছে দিনগুলি সব

মিলন তরী ডাকছে ভাব।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি–

আমি গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের মধ্যে থেকে বড় হয়েছি হয়েছি। এখন কলকাতা দমদমে বুকে বসবাস করি। কবিতার পাতাকে ভালবেসে কবিতা লিখতে শিখেছি । অনেক ইন্ধন পেয়েছি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*