মাটির টানে
-উদয় পদ বর্মন
∞∞∞∞∞∞∞∞
আজ আবার অনেকদিন পর
ফিরে এলাম তোমার কাছে
কখনও কি ভুলতে পারি আমি তোমাকে,
কত স্মৃতি জড়িয়ে আছে তোমার সাথে।
সেই কবে ছেড়ে চলে গেছি তোমাকে
তবুও তুমি আপন করে নেবে আমাকে
এই বিশ্বাস আছে আজও আমার মনে,
ভুল বুঝে তুমি আমায় দেবেনা ফিরিয়ে।
আজ আমি শুধু নানা কর্মের উদ্দেশ্যে
ঘুরি ফিরি যতই ভিনদেশে,
তবু যেন আমি সব সুখ খুঁজে পাই
শুধু তোমার কাছে ফিরে এসে।
তোমার অপার মহিমা দিয়ে
আজও তুমি সকলকে রেখেছো ঘিরে
তাইতো বারবার আসি আমি ফিরে
তোমার ঐ ভেজা মাটির সোঁদা গন্ধে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
কবি উদয় পদ বর্মন,জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। ইতিমধ্যে তিনি চারটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ গুলি হলো -“তুমি আসবে বলে”, “চার ভাঁজে”, “ভাবনা যখন কলমের ডগায়” এবং “দৃষ্টিকোণ”।

