শুধু মানুষ কেন বিশৃঙ্খল

-পীতবাস মণ্ডল

∼∼∼∼∼∼∼∼∼

উঁচু উঁচু পাহাড়ের আবডালে ঠায় বসে থাকা

টিলা গুলো কত মুখ বধির !

বিবর্তনের ধারাবাহিকতায় ওরা যেন নিষ্প্রভ

তবু ওরা যুগান্তরের জ্বলন্ত নজির ।

সভ্যতার অতীত আগলে জাজ্বল্যমান ঝর্ণারা

বিদীর্ণ বন্ধুর পথ পেরিয়েও কত শান্তশলীলা ,

পৃথিবীর অস্তিত্ব রক্ষায় সমর্থনী নিরবতায়

ওরা অহরহ অন্তর্লিপ্ত সৃষ্টির কল্যাণকামী সুজলা ।

প্রবহমান ব্রহ্মাণ্ডের সুনিয়ন্ত্রনে সদা জাগ্ৰত

দণ্ডায়মান চিরহরিৎ ঐ যে ওরা অতন্দ্র প্রহরী ,

চৌপর নাস্তানাবুদ হয়েও প্রকৃতির মুলাধার

ওরা কত নির্লিপ্ত সজীব সংবহনের কাণ্ডারি ।

পৃথিবীর পরাকাষ্ঠে বন্দি বুদ্ধি বিলিপ্ত পোষ্যেরা

যতপরনাস্তি সহনশীলতায় নতজানু প্রভুত্বে ,

অভিযোগ হীন ওরা প্রতিদানের প্রকৃত বন্ধু

প্রভুর সেবায় নিয়োজিত প্রাণ নির্দিধায় নিঃশর্তে ।

সুন্দরের বারতায় বদান্য বিবিধ বিহঙ্গেরা

সিমীত আয়ুব অবয়ব তবু কর্তব্যে অটল ,

ওরা কত নির্বোধ অথচ মার্জিত শ্রেণীবদ্ধ সুসংহত

ঐক্যতায় বদ্ধপরিকর ওরা মানে শৃঙ্খল ।

জগত সেরা বুদ্ধির কারিগর যারা

রক্ত মাংসের গড়া তারা কেন ধ্বংসে ওয়াকিবহাল ,

বিবেক চেতনা জ্ঞান গরিমা সবই থাকা সত্ত্বেও

সব পেয়েছির‌ পান্থশালায় শুধু মানুষ কেন বিশৃঙ্খল ?

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি –

নাম পীতবাস মণ্ডল, পিতা স্বর্গীয় বিষ্ণু পদ মণ্ডল মাতা মালতি মণ্ডল, গ্ৰাঃ+পোঃ -যোগেশ গঞ্জ জেলা উঃ-২৪ পরগনা। পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*