শ্রাবণ ঝড়িয়া
-শ্রী স্বপন কুমার দাস
(সুবর্ণরৈখিক আঞ্চলিক ভাষার কলম)
∞∞∞∞∞∞∞∞∞
শ্রাবণ মাসিয়া কাদুয়া পাঁনি
বহি চালিছে গটা দুনিয়া,
ভর্তি হিলা দেখ ঠিকে চাঁহি
নদী খাল পুখুর গাড়িয়া।
চারু বেটিয়া ছিলছিলিয়া
যঁবেটি চাঁহিবু সমান গটা,
বাট বুটি সবু ডুবিছে
চালবু সাবধানে দেখি আঁখিটা।
খরা ঠপাই কাঁহু নাই
টাপুর টুপুর নাগিছে মেঘটা,
বাহারিবু দঁন্ডে উপায় নাই
সকালু দেখিনি সূর্যের মুঁহুটা।
বাজার বুজরি সবু বঁঅদ
রাঁধি বাড়হি খাবুটা কি,
ঘরে আছে ভুজা চাউল
চাউল ভাজি ঢালবা ঘি।
শ্রাবণ ঝড়িয়া কদম ফুলিয়া
ঝিরঝির বর্ষা ছাড়ার নাই,
কাঁনা চালে ছাতা মথায়
চাউল ভাজা সুখে খাই।
সাই সারা ডুবিছে ভাই
কার দুয়ারে পাইবু ঠাঁই,
কষ্ট করি বাঁচি রহিথাই
বড়পুজায় করবা ঘর সারাই।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
স্বর্গীয় সন্তোষ কুমার দাস ও শ্রীমত্যা কল্যাণী দেবীর দ্বিতীয় সন্তান কবি শ্রী স্বপন কুমার দাস গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষে জন্মগ্রহণ করেন ১৯৬৩ সালের ১৬ এপ্রিল।কবির দুটি কাব্যগ্রন্থ শব্দ তোরণ ও উত্তোরণ।

