নিখোঁজ
-হাসান জামান
∞∞∞∞∞∞∞∞
আনন্দ কোথায় গেলো!
আমাদের ভাঙা সংসারে আলো আসে না
দিন গুলো আতংকে ভরা
উঠোন জুড়ে উৎকন্ঠার বাঁশি বাজে
বহুদিন আনন্দের কোন খবর নাই!
ঘরের দেয়াল জুড়ে বেদনার জল রঙ
চৌকাঠ মাড়িয়ে কেবল কষ্টের বীজ ঢুকে পড়ে
আমাদের তালাবন্ধ বুকের ভিতর।
চারদিক থেকে ধ্বংস মৃত্যু
আর ক্ষয়ক্ষতির খবর আসে
ভায়ে ভায়ে কারা যুদ্ধ ছড়াতে ভালোবাসে?
এখন কেবল
কাঙালের সংখ্যা বাড়ে পৃথিবী পাড়ায়
আমি আনন্দ কে ডাকি হাহাকার ঠেলে
দিগন্ত ছুঁয়ে সুখ পাখি উড়ে উড়ে যায়!
আমাদের ঘরে কেবল
ভয়ার্ত রাত্রির অন্ধকার নামে!
কখন কবে আনন্দ নিয়েছে বিদায়
উদ্ভিন্নযৌবনা সভ্যতার নীল খামে!
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি ঃ
কবি হাসান জামান এর জন্ম ১৯৬৭ সালে নওগাঁ জেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। কবিতার প্রতি ভালোবাসা আশৈশব।

