💕 একদিন 💕
রুপোলি দর্পনে কিছু চেনা মুখ
মায়ারে বাঁধনে পৃথিবী নিশ্চুপ
বিচ্ছেদের গল্প লিখে কলমও ক্লান্ত
মিলনের অক্ষরগুলো যদি সে চিনত
অপেক্ষা এবং মৃত্যুর মাঝেখানে
ভালোবাসার কি বা থাকে মানে
লেখাঘরের জানালাও একটা সময়
খুঁজে চলে ডানা ভাঙ্গা পাখির প্রণয়
অলক্ষ্যে লেখা কোন এক কবিতায়
স্মৃতিই শেষ পর্যন্ত কেবল থেকে যায়
পড়ন্ত গোধূলীর আলোয় একদিন
সহস্র শতাব্দির ভুল হবেই বিলীন
©খালেদ মাহমুদ খান
✍১৮/০১/২০২১