বড় অবেলায় ফোটা একটা শালুক হয়ে
কত দূরেই যাবি আমার আমিকে নিয়ে
দূরত্ব জানে কতই ছিলো প্রেমের গভীরতা
সময়ের চোখে চোখ রাখলে সবই নীরবতা
একটা প্রেম একটা পৃথিবীতে হল রুপান্তরিত
একটা শ্রান্ত আঁখি প্রশ্ন ছুড়ে করে জর্জরিত
যেতে চাইলে দূরত্বের নাম ভালোবাসা রাখ
বৃত্তের মাঝে তুই আমার সরলরেখা হয়ে থাক
বেহাত হওয়া এক মধ্যবিত্ত ভালোবাসায়
মাটি চাপা মৃত্যুর পরই কাছে আসা যায়
©️ খালেদ মাহমুদ খান
✍️ ১১/০১/২০২১