ত্ম শুদ্ধি

-এ,এম,নজরুল ইসলাম শাহজাদা

⊗⊗⊗⊗⊗

আপনার মাঝে যত দোষ আছে সকলই ঢাকিয়া রাখ
প্রকাশিবে বলে অযাচিত কিছু সুগন্ধি শরীরে মাখ       
সবকিছু কি আর ঢেকে রাখা যায়? প্রবল হলে বায়ূ
শত সুস্থতার মাঝেও তোমার ক্ষয়িষ্ণু হয় নিজ আয়ূ
কালের চক্র চালাতে হয়না আপণ গতিতে চলে
কর্মবিমুখ থাকে উন্মুখ ডুবিয়া পংকের জলে
সূর্য গগনে ছড়ায় কিরন চন্দ্রে আলোর বান
সমীক্ষা ছড়ায় সঞ্জিবনী সকলই খোদার দান
ছুটে চলে তটিণী-র জল সাগরের উত্তাল ধারা
বেধে রাখতে পেরেছে কেহ কেবল খোদা ছাড়া?
বিধির বিধান অকাতরে দান সকলই মোদের তরে
তাহলে কেন বিভেদের রেখা টানি নিজেদের ঘরে?
তবে কেন করি অপরকে হেয় নিজেকে জাহির করি
সংশোধন হইনা কেন আগে নিজের ভূলটি ধরি?
বিবেক-বুদ্ধি করলে শুদ্ধি বৃদ্ধি ঘটবে সবার মায়া
অবনী’পরে নেমে আসবে তবে স্বর্গ সুখের ছায়া
তাই বলি ভাই এসো ভুলে যাই দ্বন্দ্ব ও হানাহানি
চল রোধ করি হাতে হাত ধরি মন্দের টানাটানি।।

⊗⊗⊗⊗⊗

কবি পরিচিতি-

আমি এ,এম,নজরুল ইসলাম শাহজাদা। বাংলাদেশের টাঙ্গাইল জেলার বাসাইল থানার ফুলকি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৫ইং সালে আমার জন্ম হয়।ছোট বেলা থেকেই আমার মাঝে কবিমন বাসা বাঁধে। দ্বিতীয় শ্রেণিতে পড়া কালীন সময়ে আমার জীবনের প্রথম ছড়াটি লেখি।ছড়াটির নাম ছিলো পাখির গান।সেই থেকে আজাবধি লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।আপনাদের উৎসাহ পেলে আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই।আল্লাহ হাফেজ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*