লিখেছেন : খালেদ মাহমুদ খান
বিষন্ন বিকেলের কাছে শরীর সর্মপণ
বয়স আমার ভেঙ্গে যাওয়ার বলে মন
রাতের হিম জমেছে আঙ্গুলের ভাজে
পরাভূত যৌবন হেমন্তের স্পর্শ খুজে
সেই কবে নাম না জানা ফুল দেখে
সবুজ শ্যাওলা পাথরে এলাম মন রেখে
অনুতাপের অনলে নশ্বর দেহ পুড়ে ছাই
বসন্তে আলিঙ্গনের ব্যথা কি করে বোঝাই
নিস্তব্ধতা ছাপিয়ে যখনই শব্দেরা খেলে
সঙ্গ দেয়া নদীও আমায় ছেড়ে যায় চলে
©খালেদ মাহমুদ খান
✍০৯/০১/২০২১