ভেন্টিলেশন

-অঞ্জনা চক্রবর্তী  

ধুকপুকুনি বুকে…; শ্বাস আরোহ অবরোহে সুরের পাল তুলে…

রক্ত প্রবাহ দেহে;তাও যেন কড়ি কমল স্বরবিতানে…

ছন্দে লয়ে লহরি চলে কাব্যমালা নিয়ে |

মেকি সভ্যতার অংশ যে… পারদর্শী প্রসাধনীতে,

কথা বুনে মন রাখতে ;অভিনয় , মুখোশ পরে |

সঙ সেজে সংসারে , রূপ রস গন্ধে

লুকিয়ে রাখা অভিজ্ঞতা, কথা যত, অন্তর ব্যথা

প্রেম, স্মৃতি, উপলব্ধি…. স্বতঃস্ফূর্ত আবেগ গীতি —

সাদা কাগজে জ্বলজ্বল, উন্মেষ আর উন্মুক্ত দ্বার

যেন একটা খোলা জানলা… রোদ্দুর,একটু শীতল হাওয়া ___

শব্দ চাষী শব্দ বর্ণে, কবিতায় কথা লিখে, স্বশব্দে গর্জে উঠে

বৈপ্লবিক চেতনা ফিরিয়ে… মশাল আমার, কলম কালি

সাজিয়ে যখন শব্দ রাখি….বারুদ ভর্তি কখনো কখনো

হাঁফ ছেড়ে নিজেকে ছড়িয়ে শীতলপাটি

আলোয় ফুটি….;

আলেয়া, স্বপ্ন মরীচিকা লিপিবদ্ধ,বৃষ্টি ছাট… কৃষ্ণচূড়া রাধা চূড়া নীল মেঘ কালো হয় কখনো তা

কবিতা যেন সেই জানলা… যা দিয়ে অনুধাবন

মনসাগর

ডুব দিয়ে তাই অরূপ রতন….হীরা জহর…

প্রাণ খুলে শ্বাস নিই তখন … খিড়কি খুলে ঠেকাইমাথা,নিজের সাথে একটু থাকা ___

নেই যে ধোঁকা…|

আই সি ইউ তে মুমূর্ষু রুগী আমরা হতাশায় হাতড়ে খুঁজি

প্রাণভ্রমরা … যক্ষপুরী … নিয়ে আসে কোন সে দানি

রাজকন্যে প্রাণ পায় ওই যে তরঙ্গ কাব্যমালায়…

ঝকমকে হাসি, ভালোবাসি … শব্দ গাঁথা জিয়নকাঠি |

স্পন্দন,অক্সিজেন… অনিরুদ্ধ ভেন্টিলেশন…

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

-ইংরেজি তে স্নাততকোত্তর হওয়ায় সাহিত্যের প্রতি অনুরাগ শৈশব কাল থেকে |পাশে পেয়েছেন স্কুলের শিক্ষক, বিনীতা দত্ত, উর্মি গাঙ্গুলী, miss দাসগুপ্ত, ফাদার এলেক্সেন্দ্র কে অনুপ্রেরণার আঙ্গিকে |সাথে থেকেছেন প্রযুক্তিবিদ স্বামী সমরেশ ও সন্তান সোমক |শিক্ষকতার সাথে যুক্ত থাকায় গড়ে উঠেছে মূল্যবোধ যা পরিস্ফুটিত কলমে |পাঠক বৃন্দ পূরবী গাঙ্গুলী নবনীতা কুণ্ডু নবকুমার, মুনমুন চ্যাটার্জি আরো অসংখ্য যাদের নাম উল্লেখ করে শেষ করা যাবে না তার লেখার প্রদীপ জ্বালিয়েছেন | সাথে থেকেছে সহ কবি মারুফ, ভাস্কর , অঞ্জনা দেবনাথ.স্মৃতি মল্লিক .. আরো অনেকে যারা প্রতিনিত তাকে ভাঙা কলম জোড়া লাগাতে সাহায্য করে | সকলের আশীর্বাদ তার একমাত্র পাথেয় |

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*