বসন্তের প্রেম থাকবে লেখা তোমার নামে
– শম্পা ঘোষ
♥♥♥♥♥♥
বসন্ত আসলেই যে মনে লাগে দোলা
শৈশব থেকে যৌবন এর রঙিন দিনগুলিকে যায়না তো ভোলা ।
ফাগুনের রঙ তো চিরদিনই মনে আনে খুশির মেলা
শিহরিত হয় মন পুলকে আবার আসিছে আবিরের খেলা ।
পলাশ শিমূল আর কৃষ্ণচূড়ার ফুলে আসে প্রেমের বাতাস
বসন্তের প্রজাপতি হৃদয়ে জাগায় অতীতের স্মৃতির আভাস ।
সেই প্রথম প্রেমের কথা সেই প্রথম চোখে চোখে কথা
মনে পড়লে যা জাগায় অতীত নাড়িয়ে দেয় সে পুরোনো ব্যাথা ।
প্রথম পরশের সেই একটুখানি ছোঁয়া লেগেছিল এই তনুমণে
যা এখনও দোলায় হৃদয় আমার অতি সংগোপনে ।
কথা ছিল থাকবো মোরা চিরদিন একসাথে দিয়ে হাতে হাত
কোথা থেকে কি যে হল গেলাম দুজনে দুদিকে ছেড়ে দিয়ে সাথ ।
মাঝে অনেক পেরিয়ে গেছে সময় পেরিয়েছে অনেক বসন্ত
তবু কেন কে জানে মনের গহীন কোনে তোমার ঠাঁই হয়েছে অবিরত ।
আজও তাই মনে মনে স্মরণ করে তোমাকেই রঙ মাখি আমি
জানি পূরণ হবেনা সাধ এ জীবনে তবু আশাকেই মানি ।
বসন্তের এ মধুমাসে দেখো পৃথিবী কেমন হয়েছে উতরোল
মনের দোলায় দোলন না লাগলে এ আবার কিসের দোল ।
মনের রং এ না রাঙ্গালে তবে যৌবনের কিসের হিল্লোল
দেখো চারদিকে চলছে ফাগের রঙে হয়ে মাতোয়ারা দে দোল দোল।
আজ তাই সাজবো প্রিয়া শুধু মাত্র তোমারই জন্য
রঙের ডালি নিয়ে খেলবো রঙ তোমায় স্মরণে হব ধন্য ।
বসন্তের এই প্রেমের আড়ম্বরের পাশে প্রকৃতি সেজেছে নিজ কামে
জানবে আমার এ দেহমন ছিল সবই তোমার – থাকবেই লেখা তোমারই নামে ।
♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আমি শম্পা ঘোষ । আমার বাড়ি কলকাতা’র হাবড়াতে । পেশায় একজন শিক্ষিকা । অবসরে লেখা পড়তে আর সামান্য দু চার লাইন লিখতে ভালো লাগে ।