বলা না বলা
– মনির হোসাইন
♣♣♣♣♣♣
আগ বাড়িয়ে মিটি মিটি দৃষ্টিপাতে
কাছে হতে আরো কাছে আসতে
কিছু কথা ভালো মন্দ মিলিয়ে বলতে
দারুণ সব ভাষার কারুকার্য খচিত
কথার রসনা বিলাস,
আহা, হৃদয় পুলকিত দোলতে দোলতে।
এ কথা, সে কথার, কথার কথা
হরেক কথার ফুলঝুরি
রাতের নিকষ কালো যেন
ঊষার আলোর দুয়ার খুলে
গল্প গানের আসর বসালে
অপরূপ লাল নীল পরী।
তন্দ্রাহীন চোখ অপলক যাদুর পরশে
বর্শীকরন তাবিজ ছোঁয়ায়
আত্ত্বভোলা হয়ে শুনেছে তো শুনছে
সবাই ঘুমের ঘোরে
আমি আর তুমি একান্ত সময়ের চাদরে মুড়ে
জমানো বলা, না বলা সব কথা অনর্গল বলছে।
কত কথা, শেষ হবে কবে, কে জানে?
মনের চাপানো ব্যথা বেদনার নীল বনে
জোয়ারের ঢেউ উতলে উঠে ভাসায় কূল
বলতে নেই বাঁধা ছিলো যতো ভুল
♣♣♣♣♣♣
কবি পরিচিতি-
মনির হোসাইন, পিতা- শাহ আলম, মাতা- শাহেদা বেগম, সাং- আবির নগর, থানা, জেলা- লক্ষ্মীপুর।
কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত পরিচালনা পর্ষদ