লিখেছেন : তৌহিদা জাহান লিপি
তিনশো তেত্রিশ গোলাপের দিব্যি —–
এই বসন্তে তোমার সঙ্গী হবো ——-
তোমার হাত ধরে হাঁটবো———–
তোমার শহরে আমার পদচিহ্ন আঁকবো ।।
জেগে থাকা অজস্র রাতের লিখা চিঠিগুলো
তোমার হাতে তুলে দেব ——- চিৎকার করে
বলবো —– এ হৃদয়ের দখল করে নেওয়া
কয়েকশো বছরের ইতিহাস ———- ।।
জানিয়ে দেবো ——- কতরাত ভবঘুরে হয়ে
বদনাম কুড়িয়েছি ,—— তোমার অপেক্ষায় ।
তোমাকে না নিয়ে এবার আমি
এ শহর ত্যাগ করছিনা ——- কারন ,
আমার এই মনে এখনও তোমারই দখল
তোমারই পূর্ণ অধিকার ————- ।।
এর দায়ভার যেভাবেই হোক, তোমাকেই
নিতে হবে ————– ??
চেনা ভিকিরির মতো আমি তোমার পানে
হাত বাড়াবো —– তুমি ভেবোনা আমায় কামুক ?
আমি এক তৃষ্ণাতুর প্রেমিক ———– ?
তোমায় না পাওয়ার আঘাতের ভারে মানসিক
বিকারগ্রস্ত এক উম্মাদ প্রেমিক ———— ।।
শুধু আসন্ন বসন্তের অপেক্ষায় আছি —— ??
এই বসন্তেই তুমি আমার হবে ———–
বসন্ত বাতাসে রটে যাবে ,তোমার –আমার
প্রনয়ের সুর ——————- ///
তাইতো তোমাকে পাওয়ার আশায় হৃদয়ের
জমিনে শুরু হয়েছে এক প্রলয়নিত্য” —— //////