লিখেছেন : পিন্টু রায়
আমার চোখে জল থৈ থৈ
কখন যেন বন্যা এলো,
যত্নে গড়া প্রেমের তরী
এক লহমায় ভাসিয়ে দিল।।
কিছুই বুঝে ওঠার আগে
অবাক হয়ে যেইনা দেখি,
সাজানো সব স্বপ্নগুলো
এক এক করে ভাঙলো একি!
যাচ্ছি ভেসে স্রোতের টানে
কালবৈশাখী হাওয়ার পিছু,
আজ বুঝেছি এই কয়েকদিনে
বদলে গেছে অনেককিছু।।
ভাবছো আমায় খুঁজবে কোথায়
পড়লে তুমি কোন্ বিপাকে?
আমায় খুঁজতে পারো পথের শেষে
খুঁজতে পারো পথের বাঁকে।।
যখন তুমি একলা একা
আমার খোঁজে চলবে ছুটে,
তখন কোনো নিশীথ রাতে
সে ঠিক,পদ্ম হয়ে উঠবো ফুটে।।