তোমার মন তোমার কাছে রবে না একদিন
ঠিকানা না দিয়েই যাবে চলে
ভালোবাসার শ্বাশত আহবানে যেতেই হয়
ফুল আর পাখিদের দলে
বিকেলটা হারাচ্ছে কেন অবেলায়
ও বিকেল ফিরে এসো
সন্ধ্যের সাথে কি এমন অভিমান
তুমিও জোনাকি ভালোবেসো
প্রথম সকাল থেকে একটা
প্রেমহীন কবিতার রাত্রিতে
সব প্রতিরোধ ভেঙ্গে দেখা
হবে তোমার আমার পৃথিবীতে
✍০৪/০২/২০২১

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*