কবিতা,
আমাকে মুক্তি দাও ।
অনুভব সীমা ছাড়িয়ে যায় দূর থেকে বহুদূর।
ইচ্ছে ডানায় ভর করতে গিয়ে
আমি রোজ হারাচ্ছি স্বর্ণালী দুপুর ।
বাঁচার স্বপ্নে বিভোর মন
অপেক্ষায় থাকে
শরীর ছেড়ে এসে বৃষ্টিতে মিশে যাবে কখন…
বুড়িয়ে যাচ্ছে সঙ্গ দেয়া নদী,
আমি তার জল ছু’য়ে কথা দিয়েছি-
কবিতার শান্ত চোখে তাকিয়ে
ভয়ংকর সুখের মায়ায় আর জড়াবো না ।
জলপাই-রঙ্গা দুপুর এবার এলে
যাবো না বাদামি বিকেল ডেকে নিলে
লাল-নীল রাত্রিগুলো চলে যাক ইচ্ছে হলে
ঝরে যাওয়ার আগেই
আষ্ঠেপৃষ্টে জড়িয়ে যাবো সন্ধ্যের মায়াবী মিছিলে…
কবিতা,
বিকেলফেরত রোদ যেতে যেতে
পথে যদি তোমাকেও নিয়ে যায়,
তুমি মানা করো না ।
সশব্দে ভেঙ্গে গেলেও আমি
মনখারাপের ঋতুকে দোষ দেবো না আর…
অবাধ্য ভালোবাসার দায় থাক কাগজের নৌকার…
২৭/০৩/২০২০