বিহ্বল ভোরে জন্ম নেয়া অনুভূতি
তোর বিদগ্ধ বুকে ছিলো বেশ,
অভিমানের দীর্ঘ পথ পাড়ি দিতেই
জলের আগুনে সুখটা শেষ !

সময়ের আদ্রর্তায় সবিনয়ে চোখটা
আজ ব্যথা পুষে নিতে জানে ,
অবেলায় ঘর বাধা অশ্রু কি তোর
কোন কথা এখন মানে ?

নি:শ্বাসের চৌকাঠে দাড়িয়েও রোজ যাচ্ছিস মরে ,
মাটির গন্ধ বৃথা খুঁজিস কেন গৃহহীন স্বপ্নের শহরে ?

কপোল বেয়ে নেমে আসা চাঁদ হারিয়ে
গেলে দু:খ করিস না আর,
জানিস না তুই ভালোবাসার
এত দু:সাহস হয় না সবার …

জানিস না তুই সময়ের শরীরে রাত মরেই হয় দিন ,
জানিস না তুই শোধ দিলেই সর্ম্পকে বাড়ে ঋণ ।

আঁচলের কোণায় বাধা উচ্চবিত্ত
সুখ পুড়ছে মোমের বসন্তে ।
ফিরবে না অতীত ,বাড়বে পিছুটান
দিন থেকে দিনান্তে…

পুড়ে যাওয়া সময়ের বুকেই
অলীক প্রতিশ্রুতি থাক পড়ে,
স্বপ্ন দেখতে শিখলেই মৃত
অনুভূতিগুলো তোর উঠবে নড়েচড়ে ।

©️ খালেদ মাহমুদ খান
✍️ ১৫/০৭/২০২১

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*