পৃথিবী ঘুমায়,ঘুমিয়ে গেছে
ভালোলাগার দুটি চোখ
উড়ন্ত খোয়াবের সেই পাখিটা
একটু তোমার হোক
একটা ফুল মৃতপায়
পাপড়ির বুকে অভিমান
অন্তরে তার কেন
চন্দ্র মাধুরী নিস্প্রান
জোছনা স্নানেও যদি
শরীরে জমে উত্তাপ
ভেবে নিও হেমন্তেই
ছিলো বসন্তের পাপ
২০/০১/২০২১