লিখেছেন : নির্মল বরাট
যদি জানতাম তুই আসবি না আমার কাছে….
রাখবি না আগলে তোর হৃদয় ক্যানভাসে….
সকাল-দুপুর-সাঁঝের মিষ্টি আলাপনের তরে।
যদি জানতাম তুই থাকবি না আমার কাছে….
থাকবে না চোখ তোর সেদিনের প্রতিশ্রুতির ইতিহাসে….
সারাটা জীবনে এক সাথে পথ হাঁটার অধিকারে।
যদি জানতাম তুই রাঙাবি না সিঁথি আমার কাছে….
অপেক্ষার প্রহর গুনবি না পড়ন্ত গোধুলির আকাশে….
বিনম্র মেদুর নিবিড় ঐকান্তিক স্বপ্নিল অনুরাগে।
যদি জানতাম তুই জীবনের গান শুনবি না আমার কাছে….
হাসি-কান্নার উঠোন বেয়ে আলাপি চেতন- অবচেতনের অবকাশে….
হৃদয় উজাড়ের কল্লোলিত রক্তিম পুষ্পানুরাগে।
যদি জানতাম তুই বাঁধবি না ঘর আমার আমিত্বের কাছে….
পরম কাঙ্খিত পাওয়ার তৃপ্তির স্মিত সৌরভি পরশে….
এই জীবনের চাওয়া পাওয়ার শ্রেষ্ঠত্বের সোহাগে।
……………………… …… …..তবে হয়তো….।।