লিখেছেন : নুপুর বিশ্বাস

~•~•~•~•~•~•~•~•~•~
বাস্তবতার কাঁটাতারে
আলিঙ্গনবদ্ধ এক বিবশ মন,
নিথর দেহ,তবুও
শেষ হয়নি সব,
এখনো দেহে বইছে প্রাণ,
অনুভূতিগুলো এখনো হয়নি ভোঁতা
ক্ষতগুলো এখনো তাজা,
এখনো রক্তের দাগ শুকায়নি
বাতাসে কটু গন্ধ,
বিশ্বাসঘাতকতার তিক্ত স্বাদ,
এখনো শেষ হয়নি সাজা।

ভালোবাসার ইচ্ছেগুলো
এখনো সজীব,
নির্লজ্জতায় এখনো শিরা,উপশিরা,ধমনীতে
টগবগিয়ে ফোটে,
ভীষণ চাপে অচিরেই বুঝি
পড়বে তারা ফেটে।

দমবন্ধ করা আবেগগুলো
বুকের মধ্যে সজোরে চাপা,
হাঁস-ফাসিয়ে মরে,
যে কোন সময় হবে তারা
খুব প্রতিবাদী,প্রবল ক্ষ্যাপা।

বিরহের বুলেটে
হৃদপিণ্ড ঝাঁঝরা প্রায়
বিশ্বাসঘাতকতার ছারপোকা
রক্ত চুষে খায়,
অসহ্য তীব্র যন্ত্রনায়
রাতের ঘুম পালায়,
ঠিক যেন এক নিশাচর বাদুড়
রয়েছে রত রাত প্রহরায়।

স্বপ্নীল কল্পনাগুলো
বুনো কলমীতার মতো
সর্পিল গতিতে এঁকেবেঁকে
মনের উঠোন ছাপিয়ে যায়,
হাজারো স্মৃতি-
দগ্ধ ক্ষত হয়ে নিরবে পোড়ায়,
যন্ত্রণার শকুনিরা প্রতিটি মুহূর্তকে
খুবলে খুবলে উদরস্ত করে,
উইপোকার মত নিঃসঙ্গতা
চুপিচুপি নিঃশব্দে –
কুরে কুরে খায়।
~•~•~•~•~•~•~•~•~
রচনাকাল-১৮/০১/২০২১
@কবিস্বত্ব সংরক্ষিত

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*