লিখেছেন : পূর্ণ দে আমি নয়কো বোবা নয়তো অতি হাবাগোবা, বুদ্ধিজীবীদের মতো না হলেও কিছুটা বুদ্ধি মাথায় ধরে। তবুও অন্যায় দেখলে পরে মুখ খুলে কিছু কেন বলতে পারি না রে? আমি নয়তো একেবারে অন্ধ চোখ রাখি না সবসময় বন্ধ, দু-চোখেই সমান দৃষ্টি ঝরে। তবু হঠাৎ কারো কোনো বিপদ দেখলে পরে কেন যাই চলে মুখটি ফিরে? […]