মায়ের মমতা লিখেছেন : এস,এম,শহীদুল্লাহ অনেক দিন হয় দেখিনা আমি, আমার মায়ের মুখ, পৃথিবীতে আজ বেচেঁ নেই মা, গমন করছে পরলোক। মা ছিলেন আমার যে এক, শান্তি সুখের ছায়াঁ, পৃথিবীর মাঝে সব চেয়ে বেশি, তারই ছিল মায়া। আমি দুরে যদি কখনও যেতাম, রাস্তায় থাকতো চাইয়া, বাবা আমার ফিরবে কখনও, এটাই মায়ের মায়া। কখনও মা আমায় […]