সময় যায় কেটে বসে নির্লিপ্ত সাগরে দিব ডুব আনতে মুক্তো, ভেবে ভেবে মন হয় আগুয়ান যা থাকে কপালে হবো রিক্ত। সাগর সঙ্গমে পাবো মুক্তো, আশায় জীবনকে করে দীপ্ত। প্রকৃত মানুষ দেয়না বিসরর্জন, মনুষ্যত্ব, চেতনা হয়ে রিক্ত। সকল যন্তনা বুকে নিরন্তন, সুখ খোঁজো মন শূন্য চরাচর। নেশার টানে যায় ছুটে সন্ধানে, মুক্তো খুঁজতে চলে সাগরে। মনেতে […]