মৃত্যুপিতা -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞∞∞ বারেবারে মৃত্যুকে আমি করেছি আলিঙ্গন সম্ভাষণ করেছি তেজদীপ্ত দুঃসাহসিকতায়, আমার আহ্বানে স্তম্ভিত দুরন্ত ঐ মৃত্যুপিতা তবুও সান্নিধ্যে আসে না সরল, কুটিলতায় l মৃত্যুপিতার সেই কুৎসিত রূপ আমি দেখেছি গহীন আঁধারে ভয়ঙ্কর, নিষ্ঠুর, অমানবিকতা, তীব্র আস্ফালনে, রক্তচক্ষুময়, নির্মম প্রবৃত্তি, দীর্ঘাকায়, অবিন্যস্ত কেশ, নির্মম মানসিকতা l নিশুতি রজনী আঁধারে রোজ যাওয়া আসা […]