সৈনিক -শান্তি দাস ⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔ হে বীর সৈনিক ,বীর পুরুষ তোমায় নমস্কার, দেশ রক্ষায় নিয়োজিত তুমি বাঁচাও লক্ষ মানুষের প্রাণ। দেশের জন্য কত সেনা শহীদদের নাম, দেশের জন্য মমতা ভরা প্রাণ ছিল তোমার হৃদয়ে। একুশে ফেব্রুয়ারি,কত শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা, এই মাটিতে জন্ম,মাতৃভাষা মোদের বাংলা ভাষা। সীমান্তে রহিলে আপন প্রাণ তুচ্ছ করে কত স্বপ্ন বুকে […]