কেমনে ভুলিস আমায় -তনুশ্রী বসু(পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼∼ হৃদয়ের আঙ্গিনায়, অনেক যন্ত্রণা, নিজের সবটা, উজাড় করে দিয়েছি, তোকে, তুই বুঝিসনি, একটুও, প্রতিদানে শ্রদ্ধা, ভালবাসা চেয়েছি। মহা মূল্যবান, বিশ্বাস আর স্নেহ, দিয়েছি তোকে, আজীবন ধরে, কেমনে ভুললি, এই কয়েক বছরে? আমি তোর গর্ভধারিনী, “মা” রে! জঠোরের জ্বালা, ভোলা কি যায়? সেতো আপন, অন্তরের আর্তনাদ, ভূমিষ্ঠ হওয়ার আগে, শুধুই […]