স্রোত -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ জীবনের গতি মানুষের চলছে স্রোতের ধারায়, যুগের পর যুগ পৌঁছতে পারে না নিজ ঠিকানায়, কত আশা আকাঙ্ক্ষা মানুষের জীবনে চলার পথের স্বপ্ন, অতীত চলে যায় স্মৃতির অতল তলে নিয়মের স্বপ্ন ভগ্ন। একজীবনে পরিপূর্ণতা আসে না কারো মাঝে, সবার জীবনে কোন না কোন দিকে শূন্যতা বিরাজে। আমি বলি তুমি সুখী তুমি বলো […]