স্মৃতি মেদুর কবিতার কথা -তনুশ্রী বসু(পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈ দীর্ঘ পঞ্চাশটি পর্ব, অতিক্রম করেছি, আমার পর্ব লিপি, কবিতার পাতায়, অনেক ঝড় ঝাপটা, সুখ দুখের সাথে, দাগ কেটেছে, জীবনের প্রতিটি পর্বের খাতায়। জাকির দাদাভাইয়ের, আন্তরিকতায়, আমি, ছোটবোন হিসাবে, অতি আপ্লুত, এই স্মৃতি মুছবেনা, থাকবে অম্লান অক্ষত, দাদাভাই ও কলম সাথী বন্ধুরা হও বিখ্যাত। জানিনা জীবন পথে, চলতে চলতে […]