বিসর্জনের বাজনা -তনুশ্রী বসু (পাত্র) ∼∼∼∼∼∼∼∼∼ বিসর্জনের বাজনা, ওই শোনা যায়, আজ পাড়ায় পাড়ায়, ওই যে শুনি, আসবে মা আবার, একটি বছর পর, ঘরে বসে বসে, সেই দিনটিই গুনি। দীর্ঘ একটি বছর, অপেক্ষার পর, “মা”, মর্তে পা রাখেন, অবশেষে, দেখেছি আমি, মায়ের মুখে চিন্তার, বলিরেখা, সমস্ত মুখেতে ভাসে। মর্তের এই দূরবস্থা, বন্যা দেখে, মায়ের চোখে […]