পৃথিবীর হাসি কান্না -তনুশ্রী বসু (পাত্র) ∞∞∞∞∞∞∞∞ যেদিন স্রষ্টা, সৃষ্টি করেছিলেন পৃথিবী, সেদিন ছিল শুধুই হাসি, আনন্দের ঢেউ, সেদিন মানুষ ছিল কম, আদম আর ইভ, নিস্তব্ধ এক দেশ, জনমানব ছিলনা কেউ। ধীরে ধীরে জন্ম হয়েছিল, বিভিন্ন প্রাণীর, পৃথিবীর স্পন্দন হয় শুরু, শুরু হয় আনন্দ, প্রানের সঞ্চারে শুরু হয়, চারিদিকে ভালবাসা, ভালবাসায় মানুষ, পশু, সবাই মুক্ত […]