প্রেম তৃষ্ণা -তনুশ্রী বসু (পাত্র) ∞∞∞∞∞∞∞ মৃত্যু যদি মুক্তি হয় তব হৃদয় দ্বারে, কেন প্রেম চেয়েছিলে মোর কাছে? চাওনি কি তবে মোর এই মধু সঙ্গ, ভয় পাও কি? দ্বিধা কি কিছু আছে? উত্তর দাও এবার, চুপ থেক না, তুমি, তবে বুঝব, ভালোবাসা অবশ্যই নিশ্চিহ্ন? কেন এই প্রতারণা? কি আছে অভিপ্রায়, আজও বোঝনি, তুমি আমি অভিন্য! […]