অন্ধকারের অধিবাসী -বিপ্লব শামীম ≈≈≈≈≈≈≈≈≈ আমি এক গপ্পোবাজ নিজেকে জাহিরেই আমার নেশা, আমি জানি আমার নিজেকে ফাঁদে ফেলাই যে আমার পেশা! নিজেকে ফুলিয়ে বেশ মজা পাই অপদস্থে আমি ভীষণ পটু, গাল গল্পে আমার জুড়ি নেই কথা সবই যে আমার কটু! রক্তে আমার দাম্ভিকতা কারো বিপদে করি উল্লাস, চোখ আমার খুঁজে বেড়ায় কোথায়, কার হয়েছে সর্বনাশ! […]