স্বপ্নবাজী

-তৌহিদা জাহান লিপি

♦♦♦♦♦♦♦♦

তুমি ভালোবাসতে পারো ——–

ঐ সূদূর নীলাকাশের মতো —–

যেথায় স্বপ্ন এসে জড়ো হয় —–

গায়ে নিয়ে শুভ্র মেঘের মাখামাখি !! “”

তুমি ডুবিয়ে দিতে পারো,

গভীর জলস্রোতে ——- “

আমার এ প্রেম তোমার বুকের

মধ্যখানে রাখি ——–! “”

বেঁচে থাকবো আমি হাজার বছর, তোমার প্রেমের স্বর্গে,

দিয়ে ডুব ———! “”

পাহাড়ি ঝর্ণা বেয়ে নেমে আসবে —————

এ হৃদয়ের প্রনয়ের যত সুখ !

গহীন বালুচরে খুঁজবো তোমায়,

কাটিয়ে দিবো সারাবেলা —— “

তুমি কি করবে আমায় সঈী তোমার ??

খেলে যাবো দু’জন —–

প্রণয়ের খেলা !! “”

হারিয়ে যাক আজ ———–

মন খারাপের যত স্রোত ——-“

মরনকে পিছনে ফেলে ———-

রাখবো আমি এ জীবন বাজী “

আমার মনের অনল ———- “

নিভাতে কি তুমি রাজী ??

লুটপাট করে যাও ———–

জলদস্যুদের মতো ——–

যতটা প্রেম এ বুকে ———–

রাখা ছিলো বাকী !! “

এসো আজ শালিকের ডানায়,

রোদ মেখে, নতুন করে ——— একটি সুন্দর ভোরের ছবি আঁকি !! “”””

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি :

আমি তৌহিদা জাহান লিপি।। ঢাকায় থাকি। শিক্ষকতা পেশায় জড়িত। আমি কবিতার পাতা পরিবারের এডমিন প্যানেলে মডারেটর হিসাবে নিয়োজিত আছি।।।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*