![](https://i0.wp.com/kobitarpata.com/wp-content/uploads/2021/01/142928624_3630280437026700_131796487361934212_o.jpg?fit=1024%2C683&quality=100&ssl=1)
বসন্তের রঙ্গীন স্বপ্নগুলো কিনে
নিয়েছি কিছু যন্ত্রনার দামে
জানি স্বপ্ন ভাঙ্গলেই তুমি ফিরে
আসবে অন্য কোন নামে
অভিমানের মেঘ জমিয়ে বৃষ্টিও
আজ চেনা পথটা ভুলেছে
তোমার ছোঁয়ায় মিশে যাওয়া
আর্তি তোমাকেই খুজে চলেছে
নিজেকে খুজতে খুজতে বন্ধু
আজ বড্ড ক্লান্ত আমি
তোমার ভালোবাসায় আমার অস্তিত্ব
কবে বল বুঝবে তুমি
![✍](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t69/1.5/16/270d.png)