গুণীজন
-অসিত ঘোষ
⇔⇔⇔⇔⇔⇔⇔
দুই কোটিতে ডাক্তার সাধারন
পাঁচ কোটিতে স্পেশালিস্ট,
সার্টিফিকেট নিয়ে চলে এলেই
এক বছরে তুলে নেবে।
কথাগুলি বলেছিল অধমের বাবা
চুক্তিভিত্তিক কাজ করে যায়,
এরাই আমার দেশের পাহারাদার
স্বাস্থ্য রক্ষার দায়িত্বভার।
গায়ের ঘাম ঝরিয়ে যারা
মুখের অন্ন তুলে দেয়
তাদেরই আবার শোষণ করে
মহৎ গুণী হতে চায়।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি–
অতি সাধারণ চাষি ঘরে সন্তান। কাটোয়া কলেজ থেকে বিএসসি পাস করে দমদম ক্যান্টনমেন্টে একটি জোয়ান তৈরি কারখানা ব্যবসা করি। বাবা মা গত হয়ে গেছেন। একটি সন্তান একটি মেয়ে আছে। বর্ধমানের গ্রামের সঙ্গে আমার নাড়ির টান।