হাতচ্ছানি দিচ্ছিল একটা শান্ত শুভ্র ঢেউ

লুকোচুরি ছিলো মাস্তুল স্পর্শের টানেও

ভালোবাসতে হবে কখনো বলিনি আমি

শুধু অভিমান করার অধিকার দিও তুমি

যতই হও একটা পরিনত মানুষ পৃথিবীতে

তবু আমায় রেখো তোমার ছেলেমানুষীতে

অমলিন হাসিতে হই যদি এক টুকরো রোদ

থাকবে কি আর এত ঘৃনা এত প্রতিশোধ

অগোচরে বেড়ে উঠা এই মায়াতুর প্রণয়

আলেয়ার উজান পথে তাই বুঝি দেখা হয়

প্রতিটি মানুষের রক্তের রং যদি হয় লাল

তবে ভালোবাসায় এত আগুন কেন উত্তাল

© খালেদ মাহমুদ খান

✍ ১৩/০১/২০১

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*