কবিতার পাতা
January 25, 2021
অতৃপ্ত পিছুটানে সন্ধ্যে হলো পার অভিমানী রাত ভাল লাগে কার প্রিয় সর্ম্পকটা আজ কবিতার মত ছন্দে বৃত্তে তার অনেক গভীর ক্ষত ছেড়ে যাওয়াটা শিখিনি বলে প্রেম ভীড়লো দু:স্বপ্নের দলে কোলাহলের মাঝে এই একাকীত্ব এতেই পাবে খুজে আমার অস্তিত্ব পলকেই ফুরাবে ঘৃণার প্রহর ফের ব্যস্ত হবে প্রেমিকের শহর ©খালেদ মাহমুদ খান ২৪/০১/২০২১