পরিচিত স্পর্শের বিদ্রোহে রাতজোনাকির শরীরে লেগেছে আগুন, অথচ তুমি ভাবলে আলো…. প্রেমিকের উপন্যাসে সবই দহন, একবার বুঝতো যদি তোমার চূড়সজ্জিত মন… জল-কাচে আকাঁ তোমার ছবির সাথে দেখি তোমার কোন মিল নেই… প্রেমিকের ছবি তুমি ঠিক আঁকতে পারো, আর আমার আঁকা প্রতিটি ছবি নি:সঙ্গ প্রজাপতির মত দেখায়, পাপড়ি খোলার আগেই এই প্রজাপতি সম্পূর্ণ করো… তোমার নদীর […]