অভিমানী সমুদ্র -তনুশ্রী বসু (পাত্র) ∞∞∞∞∞∞∞∞∞ পরিবর্তন ই সময়ের নিয়ম, আমরা সকলেই জানি, বিবর্তনের ফল স্বরুপ, বজরংবলি, আজ মানুষের, রূপ পেয়েছে, আজকের মানুষকে, আমরা সত্যি মানুষ বলতে, একটু দ্বিধাবোধ করে চলি, নদী, পাহাড়, চিরন্তন, ওরাই আমাদের কথাকলি। প্রকৃতি আজ লুপ্ত প্রায়, মানুষ বড়ই ব্যাস্ত, জীবনে নেই শান্তি, চারিদিকে দেখি বিশৃঙ্খলতা, আর অশান্তি, দিনে দিনে সমাজের […]