সন্ধ্যার মায়াবী ছায়া -অসিত ঘোষ ∼∼∼∼∼∼∼∼∼∼∼ দিনের শেষে আকাশ জুড়ে রঙের খেলা শান্ত অতি, সূর্য যেন বিদায় জানায়, রেখে যায় এক নরম জ্যোতি। গাঢ় ছায়ায় দেয়াল দাঁড়ায়, আড়াল করে নিচের ভূমি, তার উপরে তাল গাছের সারি, নীরবে থাকে স্বপ্ন চুমি। আকাশেতে গোলাপি-ধূসর, মিলন ঘটে একান্তে, প্রকৃতির এই নীরব ছবি, শান্তি ভরে দিগন্তে। ∼∼∼∼∼∼∼∼∼∼∼ কবি পরিচিতি– […]