কবিতার পাতা ডট কম

কবিতার পাতা ডট কম September 26, 2025

জ্বর -মীনা কুণ্ডু ≈≈≈≈≈≈≈≈ মনের কোণে জমেছে লুকানো স্বপ্নের জ্বর ধুঁকছে অজস্র রঙিন স্বপ্ন গুচ্ছের খেলাঘর । নিত্য দিনের স্বপ্ন গুলো ঘুমিয়ে কেঁদে মরে বিনিদ্র রজনী জাগার ফলে চোখে কালি পড়ে। না বলা বেদনার ডালি সাজিয়ে রাখার ঘর হা হুতাশে ভরা প্রাণের কথায় আসে স্বপ্নের জ্বর । সোজা সাপটা বুলি তোলপাড় পিঠের শিরদাঁড়ায় জীবনের গুরুত্বটা […]

কবিতার পাতা ডট কম September 26, 2025

অতীত অভ্যাস -জি কে শাফায়াত আলী ∼∼∼∼∼∼∼∼∼∼ রোজ বিকালে বন্ধুর বাড়ির গণ্ডীতে, গোলাপ হাতে নিয়ে, খুঁজি তাকে উঁকিতে। যদি জানালায় আসে সে । আসবেনা জানি সেতো নেই এ বাড়ি, চলে গেছে অন্য ঘরে, জানতে চাও কেন তার বাড়ির কিনারে। অতীত অভ্যাস পারি না দিয়েও আড়ি। প্রতি সকালে দাঁড়িয়ে থাকি, চিরকুট নিয়ে রাস্তার মোড়ে, গাই তার […]

কবিতার পাতা ডট কম September 26, 2025

হবে গো আমার হবে -সিরাজুল ইসলাম মোল্লা ∞∞∞∞∞∞∞∞ দেখেছি স্বপনে এসেছো মিলনে হবে গো তুমি আমার হবে, সেই প্রথম দর্শনে রেখেছি যতনে আমার করে আমার ভবে। আজও দাঁড়িয়ে তব পানে চেয়ে দু’হাত ধরে ভাবাবেগ ছোটে, অপলক চোখে গুচ্ছ স্বপ্ন আঁকে ভালোবাসারই ফুল ফোটে। কুড়িয়েছি মালা সাজিয়েছি ডালা তুমি আসবে বলে প্রেমালয়ে, প্রতীক্ষার অন্তরে ভাবনার প্রহরে […]

কবিতার পাতা ডট কম September 26, 2025

নিও বুঝে -রীনা ∼∼∼∼∼∼∼ প্রখর উত্তাপে যখন উত্তপ্ত হয় হৃদয়ে জমিন মেঘ হয়ে, সিক্ত করে যেও সীমাহীন। অমাবস্যার ঘোর অন্ধকারে যদি,,, জীবনটা আচ্ছন্ন হয়ে যায় তবে ,শান্তির গান শুনিয়ে দিও যদি,বা হাঁটতে গিয়ে কখনো হোঁচট খেয়ে পড়ে যেতে নেই হাতটা ধরে, সামনে এগুতে সহায়তা করো ভগ্ন এ হৃদয়ের মনোবল টা বাড়িয়ে দিও। নতুন করে বেঁচে […]

কবিতার পাতা ডট কম September 25, 2025

বটের ছায়া  রেজভী আতাউল্লাহ ∞∞∞∞∞∞∞∞ কৃষক মাঠে ভর দুপুরে ক্লান্ত হয়ে শেষে, পথের ধারে বটের ছায়ায় জিরোই একটু এসে। রাখাল ছেলে গরু-মহিষ চরায় ঘাসের মাঠে, বাজায় বাঁশি মধুর সুরে বটতলার ওই ঘাটে। ক্লান্ত পথিক শান্ত হতে বসে বটের ছায়া, প্রাণটা জুড়ায় মনটা ভরে বাড়ে মনে মায়া। বকশি পাড়ায় নকশিকাঁথায় আঁকা বটের ছবি, বটের ছায়ায় হিমেল […]

কবিতার পাতা ডট কম September 25, 2025

বিরহ ঝড় -পলাশ বরণ দাশ ≈≈≈≈≈≈≈≈≈≈ বাদল দিনের ঝড়ো হাওয়া লাগছে আমার মনে পাগল হলো হৃদয় মোর মনের গহীন বনে। আজি আমার মনের আকাশ বিরহ মেঘে ঢাকা পরাণ আমার ছুটে বেড়ায় পাইনি তোমার দেখা। মাঝে মাঝে বিরহ ঝড় আমার প্রাণে উঠে আশার আলো নিভে যায় বিরহ ব্যথা ফুটে। গভীর রাতে তোমার তরে মন উঠেছে জাগি […]

কবিতার পাতা ডট কম September 25, 2025

ভাঙা ঘর -বিনয় জানা ∞∞∞∞∞∞∞ ভাঙা ঘর জানে, কি ভাঙবে নতুন করে? কতো ঝড়, কতো বন্যা সয়েছে বারবার! আজ ঝড় কিংবা বান যাই আসুক, নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে ঘরটা! ঘরটা বুঝছে-ভাঙার কি ভাঙবে আর? যতবার ভেঙেছে ততবার দাঁড়িয়েছে সে! শক্ত হয়ে দাঁড়িয়েছে ঝড়ের মুখোমুখি, ততবার মনকে শক্ত করে গড়েছে আবার! একদিন যাদের রক্ষক ছিল […]

কবিতার পাতা ডট কম September 25, 2025

কি লিখি -প্রান্তিক ধর পার্থ ∼∼∼∼∼∼∼∼ কি লিখি আজ ভেবে না পাই খাতার উপর শুধু কলম ঘুরাই। ছন্দরা খেলছে লুকোচুরি খেলা ভেবে চিন্তে যায় বয়ে সারা বেলা। প্রভাত পেরিয়ে ঐ দুপুর গড়ে হৃদয় বেয়ে শুধু অশ্রু ঝরে পড়ে। কি লিখি আজ সাদা চিঠির খামে ঠিকানা জানা নেই প্রিয়ের নামে। গোধূলির পরে ঘোর অন্ধকার ঘরে লন্ঠন […]

কবিতার পাতা ডট কম September 24, 2025

নজরুল আমার -মুহাম্মদ জায়নুল আলম ∞∞∞∞∞∞∞∞∞ নজরুল আমার প্রেরণার উৎস চেতনার বাতিঘর, নজরুল আমার দ্রোহের সাথী প্রেমের কণ্ঠস্বর। নজরুল আমার অগ্নিবীণা বিষের বাঁশী, নজরুল আমার সৈনিক জীবন সাহস রাশি-রাশি। নজরুল আমার হারানো সুর ব্যথার বিন্দু জল, নজরুল আমার শৈশব-কৈশোর মহা, আনন্দ-উচ্ছল। নজরুল আমার প্রেম-বিরহের কবিতা, গান-সুর, নজরুল আমার মরুর বুকে গুঞ্জন, সু-মধুর। নজরুল আমার বক্ষে […]

কবিতার পাতা ডট কম September 24, 2025

রবের সৃষ্টি বসুমাতা -মোঃ রজব আলী ≈≈≈≈≈≈≈≈≈≈ বিধাতা নিজের হাতে বসুমাতা গড়ে, যেখানে যাহাই সাজে দেন সৃষ্টি করে। এত কিছু করে দেন মানুষের তরে, এসব পেয়েও ভবে পেট নাহি ভরে। তরুলতা জমিজমা কেটে করে নাশ, ধরাতলে স্থলে জলে গড়েছে আবাস। পাহাড় কাটিয়া সব করে ছার খার, ধরণীর সেই শোভা নেই ভবে আর। ফসলের জমি কেটে […]