শিক্ষাগুরু -অভিজিৎ দত্ত ∞∞∞∞∞∞ শিক্ষাগুরু,তুমিই আমার ভিত তুমিই আমার জীবনের প্রেরণা তোমার আর্শীবাদ ছাড়া কিছুতেই প্রকৃত মানুষ হতে পারতাম না। শিক্ষাগুরু,তোমার কাছেই পেয়েছিলাম দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা যেগুলি ছাড়া কখনোই প্রকৃত মানুষ হওয়া যায় না। শিক্ষাগুরু,তুমিই প্রথম বুঝিয়েছো এই পৃথিবীতে মানুষ সবাই সমান কৃত্রিম ভেদাভেদ, ধর্মান্ধতা লোভ, হিংসা ও স্বার্থপরতা মানুষকে করেছে পশুর সমান। শিক্ষাগুরু,তোমার […]