নিও বুঝে -রীনা ∼∼∼∼∼∼∼ প্রখর উত্তাপে যখন উত্তপ্ত হয় হৃদয়ে জমিন মেঘ হয়ে, সিক্ত করে যেও সীমাহীন। অমাবস্যার ঘোর অন্ধকারে যদি,,, জীবনটা আচ্ছন্ন হয়ে যায় তবে ,শান্তির গান শুনিয়ে দিও যদি,বা হাঁটতে গিয়ে কখনো হোঁচট খেয়ে পড়ে যেতে নেই হাতটা ধরে, সামনে এগুতে সহায়তা করো ভগ্ন এ হৃদয়ের মনোবল টা বাড়িয়ে দিও। নতুন করে বেঁচে […]