ব্যর্থ জীবনের কাহিনী -সুজিত ঘোষ ∼∼∼∼∼∼∼∼∼ জীবনের পাতায় পাতায় অজস্র দাগ টেনে, আমি লিখেছি স্বপ্ন ভাঙা কলমে, নীরব বেদনায় গেঁথে। হাসির পেছনে লুকানো কত শত কান্না, কেউ বোঝে না, শুধু রাত জানে আমার কান্না। চেয়েছিলাম সূর্য হতে, আলো ছড়াতে দূরে, হয়েছি ছায়া নিঃশব্দে, নিজেকেই হারিয়ে ঘুরে। সাফল্যের সিঁড়ি উঠতে গিয়ে হোঁচট খাই প্রতিক্ষণ, প্রতিটি পদক্ষেপ […]