কবিতার পাতা ডট কম

কবিতার পাতা ডট কম October 19, 2025

পাখির ইতিকথা -সালাম মালিতা ∼∼∼∼∼∼∼∼∼ একটা সময় খুব ভোরে উঠে ছোট-বড় সবাইকে জাগানোর কাজ ছিল, আজ অবশ্য এসবের দরকার পড়ে না নিত্য নতুন অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে। নিজেদের প্রয়োজন অন্যভাবে মেটানোয় বাড়ির আঙিনায় আমাদের প্রবেশ নিষেধ! ফুল-ফলের ক্ষতিকারক পোকামাকড় যাদের আমরা খেয়ে ফেলে রক্ষা করতাম, সেসব পোকার অস্তিত্বও প্রায় বিলীন আধুনিক কীটনাশকে তাদের দেখা নেই। […]

কবিতার পাতা ডট কম October 19, 2025

সুখের আশায় -পুষ্পিকা সমাদ্দার ∞∞∞∞∞∞∞∞∞ আমি সারা জীবন সুখের তরে ফিরিলাম দ্বারে দ্বারে, সুখ তো মোর কপালে নেই এই চিন্তা মন করে। বিবাগী হইয়া ফিরেছি আমি দেশ দেশান্তে, এই নগর হইতে ঐ নগরের শেষ প্রান্তে। কোথায় গেলে মিলবে অবশেষে সুখশান্তির খোঁজ নিজের মনকে প্রশ্ন করে উত্তরের আশায় থাকি রোজ রোজ। সুখ তবো কিসে বলতে নারি […]

কবিতার পাতা ডট কম October 19, 2025

এ সবই সত্য অনিত্য -পীতবাস মণ্ডল ≈≈≈≈≈≈≈≈≈ পাষাণের কাছে কখনো দয়া ভিক্ষা চেওনা নির্দয়ের কাছে কভু শান্তনা , নিষ্ঠুরের কাছে সরলতা খোঁজা বৃথা কসাইয়ের কাছে আঁখিজল সে শুধুই অবমাননা । নির্মমের নিকট অনুনয় বিনয় নিরর্থক অকৃতজ্ঞের কাছে নয় কখনো প্রশংসা , নির্বোধ বোঝে না ভালো মন্দ কুটিল ছাড়ে না স্বীয় স্বভাবের প্রতিহিংসা । নাস্তিকের কাছে […]

কবিতার পাতা ডট কম October 19, 2025

লেখার মনন -রত্না শ্রেয়া মুখার্জ্জী ∞∞∞∞∞∞∞ কলম কাগজ হাতে বসে বহু ক্ষণ প্রকৃতি বেয়াড়া বড়ো শরতের পটে প্রাবৃটের পরিত্রাণ হয় নি যে মোটে! কবিতা লেখার তরে ভাবের মনন। প্রকৃতি নায়িকা হোক কাব্যের আধারে মহামন্ত্রে আরাধনা দিবস যামিনী দশভূজা মর্ত্য ধামে অসুর নাশিনী শারদীয়া মহোৎসব করে ব্রাত্য তারে? রীতি নীতি শুভাশুভ সব অতিক্রান্ত পূজাপার্বণ অন্তিম শুরু […]

কবিতার পাতা ডট কম October 18, 2025

শীতের আগমনী বার্তা -শান্তি দাস ∞∞∞∞∞∞∞ হেমন্তে শীতের ছোঁয়া লাগে যে বাতাসে, ভোরেরবেলা শিশির বিন্দু বিন্দু ভাসে। স্নিগ্ধ সকালে ঘাস ভিজে যায় জলে , ঝিকিমিকি করে ধরা কুয়াশার ফলে। সূর্যের কিরণ পড়ে এই ভুবন-মাঝে, শিশিরে মুক্তো ছড়ায় সকাল ও সাঁঝে । উদার মাঠেতে বয় হিমেল সরস , সেখানে বিরাজ করে শীতের পরশ । মাঠে ব্যস্ত […]

কবিতার পাতা ডট কম October 18, 2025

সন্ধ্যার মায়াবী ছায়া -অসিত ঘোষ ∼∼∼∼∼∼∼∼∼∼∼ দিনের শেষে আকাশ জুড়ে রঙের খেলা শান্ত অতি, সূর্য যেন বিদায় জানায়, রেখে যায় এক নরম জ্যোতি। গাঢ় ছায়ায় দেয়াল দাঁড়ায়, আড়াল করে নিচের ভূমি, তার উপরে তাল গাছের সারি, নীরবে থাকে স্বপ্ন চুমি। আকাশেতে গোলাপি-ধূসর, মিলন ঘটে একান্তে, প্রকৃতির এই নীরব ছবি, শান্তি ভরে দিগন্তে। ∼∼∼∼∼∼∼∼∼∼∼ কবি পরিচিতি– […]

কবিতার পাতা ডট কম October 18, 2025

কিছু কিছু ইচ্ছে -উদয় পদ বর্মন ≈≈≈≈≈≈≈≈≈ কিছু কিছু ইচ্ছে তলিয়ে যাচ্ছে মনের অতল গহ্বরে প্রগাঢ় ইচ্ছে থাকা সত্ত্বেও কিছুতেই হয় না আর বাস্তবায়িত। সময়ের সাথে সাথে ইচ্ছে গুলো স্মৃতির মানস পটে দাগ কাটলেও তা ক্রমশই লোপ পেতে চলেছে হারিয়ে যাচ্ছে মহানিশার অন্তরালে। তবে কী ইচ্ছে গুলো ইচ্ছে ডানায় ভর দিয়ে উড়ে চলে যায়? নাকি […]

কবিতার পাতা ডট কম October 18, 2025

হাসাবো তোমায় -রীনা ∼∼∼∼∼∼∼∼ ঠিক কখন যে তাকে, প্রাণ খুলে হাসতে দেখেছিলাম আমার মনে পরেনা। কি এমন কষ্ট জমা রয়েছে তার হৃদয় আজও জানা হলো না। কখনো বা ভাবি একদিন প্রশ্ন করব জানি উত্তর পাবোনা। তবুও করবো যেদিন, সঠিক উত্তর জানব সেদিন, খুব করে হাসা বো তোমায়। হাসতে হাসতে লুটিয়ে পড়ার মুহূর্তগুলো জমানো থাকবে, হয়তোবা […]

কবিতার পাতা ডট কম October 18, 2025

ঢপের কেত্তন -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞∞ হে রাজন, ঢপের কেত্তন, বন্ধ করো এবার প্রতিশ্রুতির নব গাজন, স্বার্থ কিনে নেবার ; যখন যাও যে মঞ্চে জমে না লোকের ভীড়, নর্তনে আর ভুল গানের পাচ্ছ নাতো ক্ষীর l লোক ঠকানো বুলি যত বুঝছে প্রজার দল, মিথ্যাকথায় দেয় না তালি বাড়ছে রাগ ছল, প্রজার কণ্ঠে তীব্র গর্জন, প্রতিশোধ […]

কবিতার পাতা ডট কম October 18, 2025

তোমাতে হৃদয় হারায় -আবুল হাসমত আলী ∞∞∞∞∞∞∞∞∞ তোমার উজ্জ্বল রূপ অতি চমৎকার। বারে বারে আমি তাই চাই মুখপানে। তোমার আলোক ছটা মনকে খুব টানে। তোমার রুপোলি আভা প্রিয় তো সবার। বহু কবি সাহিত্যিকরা তোমাতে পাগল, রাত দিন ধরে তারা থাকে সৃষ্টিশীল । সেই সৃষ্টির মাধ্যমে তারা গতিশীল , সৃষ্টির আনন্দে তারা দারুন বিহ্বল। কিন্তু মাঝে […]