শীতের সন্ধ্যা -কাজী সেলিনা মমতাজ শেলী ∼∼∼∼∼∼∼∼∼∼∼ শীতের সন্ধ্যা, কি সুন্দর সে নীরব গোধূলি বালুকাবেলা, রাতের বেলায় এলে পাখি, গানের এ সুরে করেছ খেলা। শীতের সন্ধ্যা বাণী, হেসে ওঠে ওই গোধূলির আপনার, শীতের আকাশে ভেসে যায় একখানি রৌদ্র যেন তার। শীতের সকালে পাখির কণ্ঠে ভেসে এলো গানের সুর, জানি না এই ভালোবাসা, আজ কোথায় কত […]