প্রেম পতিত -জি.কে.শাফায়াত আলী ∞∞∞∞∞∞∞∞∞∞∞ প্রেমময় জীবন রংধনুর মতো, মনে থাকে হাজারো ভাবনা, যারা প্রকৃত মদন তারা চক্ষুহীনা। অরাজক হয়ে যায় আকাশ ছোঁয়া মত্ত। এই দৃশ্য দেখা যায় কিশোর কালে, উড়ুউড়ু মন বারবার চেহারা দেখে আয়না’য়, দেখিতে প্রাণের সখা থাকে কতো বাহানা’য়। হোক মেয়ে কিংবা ছেলে। কারো প্রেম আশঙ্কানীয় হয়, চুন খায় জানিয়া দই। যেন […]