১৬ ই ডিসেম্বর -অশোক কুমার পাইক ∼∼∼∼∼∼∼∼∼∼ পশ্চিমবঙ্গের সেই ইছামতি নদী পেরোলেই ওপারে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ; নদনদী, ভুধর, কানন, বনানী দ্বারাই বেষ্টিত, বৈচিত্রময় লাবণ্যে মুগদ্ধ,শস্য শ্যামলা বেশ l সেই আঙিনায় পাখির কূজনে মুখরিত সদা, রক্তিম সূর্য বিচ্ছুরিত আলোকে আলোকিত, যেন লাল সবুজের পতাকায় বিচ্ছুরণ ঘটায়, বাংলাদেশী ভাইবোনেরা আনন্দে উদ্বেলিত l ঝাড়ুদাররা রাজপথ পরিষ্কারে […]