ঝড়ের পাখি -সিরাজুল ইসলাম মোল্লা ∞∞∞∞∞∞∞∞∞ সখা সখী মিলে মগডালে বাঁধে বাসা তৃণে, আকর্ষিক ঝড়ে ভাঙ্গে বাসা ঝড়ের দিনে। নীড় হারা ঝড়ের পাখি নীড় খুঁজে না পায়, অসহায় ক্ষুধার্ত চোখে বারেক ফিরে চায়। ডানার উপর করে ভর নব নীড়ের সন্ধানে, মেঘে ঢাকা আকাশ যাবে খগ কোনখানে। হয়ে যায় নীড়হারা সাথীহারা ঝড়ের পাখি, যায় ডাকি বনে, […]